বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১৭:৪৩
অ- অ+

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের সিদ্দিক মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে বাহরাইনের রফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিদ্দিক মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের রজিব আলীর ছেলে।

সিদ্দিক মিয়া প্রায় ১৩ বছর আগে বাহরাইনে পাড়ি জমান। তিনি সেখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রায় পাঁচ বছর আগে দেশে ফিরে বিয়ে করেছেন। তবে তার কোনো সন্তান নেই। শনিবার তিনি বাহরাইন আলদুর এলাকার উদ্দেশ্যে কাজের লোক আনার জন্য গাড়ি নিয়ে বের হন। এ সময় রফা এলাকায় পৌঁছামাত্র আকস্মিকভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

(ঢাকাটাইমস/১২জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা