ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে থাকলে তৃপ্ত হই: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২১:০৯
অ- অ+

নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন মেহেদী মসজিদের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের পক্ষ থেকে দেড় লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।

রবিবার সকালে টাইগারপাস্থ চসিক নগরভবনের মেয়র দপ্তরে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন মসজিদ পরিচালনা কমিটির কাছে এই অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।

এ সময় মেয়র বলেন, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শরিক হতে পারলে নিজেকে তৃপ্ত মনে হয়। এ কাজে শুধু দান নয়, সওয়াবেরও অংশিদার হওয়া যায়।

মেয়র কর্নফুলী সেতু সংলগ্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় মসজিদ স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ সময় সিজেকেএস কাউন্সিলর মো. সোলায়মান, সিজেকেএস কাউন্সিলর আবদুর রশিদ লোকমান, মসজিদের মোতোয়াল্লি আমান উল্লাহ আমান, মওলানা ইদ্রিস, হাসান মাহমুদ ও নুরুল আজিম উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা