বাউফলে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

বাউফল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৭:০৭
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সজল মৃধা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত চারটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়। তিনি মদনপুরা ইউনিয়নের মৃধা বাজার এলাকার রশিদ মৃধার ছেলে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য লতিফ মোল্লা জানান, সজল মৃধা এক সপ্তাহ আগে শ্বশুরবাড়ি বেড়াতে এসে জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গে আক্রান্ত হন। পড়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার পর কিছুটা সুস্থতা বোধ করলেও রবিবার সকাল থেকে আবার তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। এক পর্যায়ে ওই রাতেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘ওই যুবকের মৃত্যুর ব্যাপারে আমাদের জানায়নি। তারপরেও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, বাউফলে এ পর্যন্ত ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৯ জন।

ঢাকাটাইমস/১৩জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা