নেতৃত্ব আমার খেলায় প্রভাব ফেলেনি: স্টোকস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ০৯:২৩

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট হেরে সমালোচিত ইংল্যান্ডের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন বেন স্টোকস৷ তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন অধিনায়কত্ব তার খেলায় কোনও প্রভাব ফেলেনি৷

গত দু’দশকে এ নিয়ে দ্বিতীয়বার! রবিবার সাউদাম্পটনে ইংরেজদের হারিয়ে গত ২০ বছরে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্ট জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷ সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷

করোনাভাইরাস নামক অতিমহামারীর কারণে প্রায় চার মাস বন্ধ ছিল বাইশ গজের লড়াই৷ কিন্তু শেষ পর্যন্ত ৮ জুলাই থেকে বায়ো সিকিওর পরিবেশে আইসিসি-র নতুন গাইডলাইনে টেস্ট ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে শুরু করেছিল ক্যারিবিয়ানরা৷ কিন্তু সেখান থেকে ম্যাচের শেষ দিন দুরন্ত জয় ছিনিয়ে নেয় জেসন হোল্ডারের দল৷

ম্যাচের পরে, অনেকেই বলেছেন যে স্টোকস সম্ভবত দ্বিতীয় ইনিংসে নিজেকে আন্ডার বোলিং করেছেন৷ কিন্তু ইংরেজ অল-রাউন্ডার স্পষ্ট করে দেন যে, অধিনায়কত্ব তাঁকে খেলোয়াড় হিসেবে বদলে দেয়নি। স্টোকস বলেন, ‘জো রুট না-থাকায় আমি এই সপ্তাহে আমার যে ভূমিকা (অধিনায়কত্ব) খেলতে হয়েছিল তা আমি পুরোপুরি উপভোগ করেছি। কিছুক্ষণ আগে আমি দলের নেতৃত্বের বিষয়ে জানতে পেরেছিলাম, তাই সুযোগের অপেক্ষায় ছিলাম৷’

তিনি আরও বলেন, ‘আমি দলকে নেতৃত্ব দেওয়ার ও সেখানে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটি সত্যিই উপভোগ করেছি। ক্যাপ্টেনসি আমাকে যা কিছু খেলোয়াড় হিসেবে বদলে দেয়নি৷ যখন আমার হাতে বল ছিল, আমি আমার মতো সবসময় একইভাবে বল করতাম।’

স্টোকস বল হাতে প্রথম টেস্টে ছয় উইকেট নিয়েছেন। ছ’টির মধ্যে চারটি প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে দু’টি উইকেট নেন স্টোকস৷ টেস্ট ম্যাচের উভয় ইনিংসেই স্টোকস ৪০ বেশি রান করেছেন৷ বাঁ-হাতি ব্যাটসম্যান প্রথম ইনিংসে ৪৩ রান করেছিলেন৷ দ্বিতীয় ইনিংসে তিনি ৪৬ রানের ইনিংস খেলেন।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :