শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৫:১৫ | প্রকাশিত : ১৭ জুলাই ২০২০, ১৫:১০

পদ্মা নদীতে তীব্র স্রোতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুট সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর থেকে কয়েকটি ফেরি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির উদ্দ্যেশ্যে ছেড়ে গেলেও তা গন্তব্যে পৌঁছাতে পারেনি। সকাল ১০টা থেকে পুরোপুরি বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধের কারণে শিমুলিয়া ও কাঁঠালবাড়ি দুই ঘাটে পারের অপেক্ষায় আটকা আছে সহস্রাধিক ছোট-বড় যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা।

এদিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি ‘শাহ মুগদুম’ তীব্র স্রোতে বিকল্প চ্যানেলের মুখে প্রবেশ করতে পারছে না। বর্তমানে এটি মাঝ নদীতে অবস্থান করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তীব্র স্রোতে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ৪টি রোরো ফেরি কাঁঠালবাড়ি পৌঁছাতে পারেনি। ঘাটে পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন রয়েছে। তাদের পাটরিয়া ঘাট হয়ে পারের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিআইডাব্লিউটিসির মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহমেদ জানান, তীব্র স্রোতে গত ১০-১২ দিন যাবতই সমস্যা হচ্ছে। ফেরি ‘শাহ মুগদুম’কে চ্যানেল মুখে প্রবেশে করানোর জন্য আরেকটি নৌযান প্রেরণ করা হয়েছে। কিন্ত সেটির মাধ্যমেও চ্যানেলে প্রবেশ কারনো যাচ্ছে না। শিমুলিয়া ঘাটে ছয় শতাধিক যানবহান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া ছাড়া নতুন করে আর ফেরি ছাড়া হবে না।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :