করোনার প্রভাবে কর্মহীন পাকুন্দিয়ার পার্লার ব্যবসায়ীরা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ১৫:০৮
অ- অ+

করোনার প্রভাবে দেশের অন্যান্য জায়গার মতো কর্মহীন হয়ে পড়ছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পার্লার ব্যবসায়ীরাও। গত চার মাস ধরে পার্লারগুলো বন্ধ থাকায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে তাদের। দোকান ভাড়া, নিজের সংসার চালানো নিয়ে চিন্তায় আছেন তারা। এদিকে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার লোকজন সরকারি অনুদান পেলেও তা থেকে বঞ্চিত রয়েছেন বলে তাদের আক্ষেপ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পৌরসদরসহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধ-শতাধিক বিউটি পার্লার রয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে নারী উদ্যোক্তারা এসব পার্লার ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিলেন। এতে কিছুটা স্বচ্ছলভাবে কাটছিল তাদের জীবন। কিন্তু করোনার কারণে গত চার মাস ধরে বন্ধ রয়েছে তাদের প্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে পড়েছেন এসব নারী উদ্যোক্তারা। কিছু পার্লার খোলা থাকলেও কোন কাজ নেই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় পার্লারমুখী হচ্ছেন না কেউ। নিয়মিত যারা রূপচর্চা করতেন তারাও অনেকে আর্থিক সংকটে আবার কেউ করোনার ভয়ে বাইরে কাজ করাচ্ছেন না। এদিকে গত চার মাসের দোকান ভাড়া বাকি পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

নারী উদ্যোক্তারা জানান, গত চার মাস ধরে তাদের কোন আয়-রোজগার নেই। দোকান ভাড়াসহ পরিবার-পরিজন নিয়ে বেকায়দায় পড়েছেন তারা। সামনে ঈদুল আজহা। কিন্তু কেউ রূপচর্চা করতে আসছেন না। সব মিলিয়ে দুর্দিন কাটছে না তাদের। এ অবস্থায় আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণ প্রদান করে নারী উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।

(ঢাকাটাইমস/২৩জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা