মৌলভীবাজারে চা বাগানে বৃদ্ধের লাশ

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১৭:২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, মৃত ব্যক্তি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের নুরুল ইসলাম (৫০)।

এলাকাবাসী জানান, মৃত নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতার জেরে এমন ন্যাক্কারজনক ঘটনা কেউ ঘটাতে পারে। স্থানীয়রা আরও বলেন, শত্রুতা যাই হোক একজন মানুষকে একেবারে মেরে ফেলা মোটেও কাম্য নয়। পুলিশ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের পর জানা যাবে- তাকে কিভাবে খুন করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, আমাদের ধারণা রাতের কোন এক সময় নুরুল ইসলামকে মেরে তার লাশ চা বাগানে ফেলে যায়।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে তাকে কিভাবে খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএ)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, মৃত ব্যক্তি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের নুরুল ইসলাম (৫০)।

এলাকাবাসী জানান, মৃত নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতার জেরে এমন ন্যাক্কারজনক ঘটনা কেউ ঘটাতে পারে। স্থানীয়রা আরও বলেন, শত্রুতা যাই হোক একজন মানুষকে একেবারে মেরে ফেলা মোটেও কাম্য নয়। পুলিশ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের পর জানা যাবে- তাকে কিভাবে খুন করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, আমাদের ধারণা রাতের কোন এক সময় নুরুল ইসলামকে মেরে তার লাশ চা বাগানে ফেলে যায়।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে তাকে কিভাবে খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :