রংপুরের বিভাগীয় কমিশনার হলেন আবদুল ওয়াহাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১২:৪৯| আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৩:০২
অ- অ+

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হয়েছেন মো. আবদুল ওয়াহাব ভূঞা। তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মো. আবদুল ওয়াহাবকে নতুন কমিশনার নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মো. আবদুল ওয়াহাব ভূঞা বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে গত ৯ জুলাই বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।

ওয়াহাব এর আগে বরগুনা জেলার ডিসির দায়িত্ব পালন করেছেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে ছিলেন তিনি।

নেত্রকোণায় জন্ম নেওয়া ওয়াহাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে মাস্টার্স ডিগ্রিধারী। তিনি বাংলাদেশ স্কাউটসের ফরিদপুর জেলার কমিশনার ছিলেন।

গত ১ মার্চ থেকে ব্যানবেইস এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবদুল ওয়াহাব ভূঞা।

(ঢাকাটাইমস/২৮জুলাই/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা