ইনফান্তিনোর শাস্তি চান ব্লাটার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ১১:১৬
অ- অ+

বর্তমানের বিরুদ্ধে আসরে অবতীর্ণ প্রাক্তন! ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ায় মুখ খুললেন সেপ ব্লাটার। ফুটবল নিয়ামক সংস্থার প্রাক্তন সর্বময় কর্তার দাবি, অবিলম্বে বহিষ্কার করা হোক বর্তমান প্রেসিডেন্টকে।

কয়েক বছর আগে প্রাক্তন প্রেসিডেন্ট ব্লাটারও ফিফা থেকে নির্বাসিত হন সুইজারল্যান্ডে তাঁর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হওয়ায়। ব্লাটারের বিরুদ্ধে সব চেয়ে বড় অভিযোগ ছিল, উয়েফা প্রধান মিশেল প্লাতিনিকে অনৈতিকভাবে অর্থ পাইয়ে দেওয়ার। প্রায় একইভাবে এখন অস্তিত্বের সংকট ইনফান্তিনোর।

এখনকার প্রেসিডেন্টের বিরুদ্ধেও সুইজারল্যান্ডেই শুরু হয়েছে ফৌজদারি তদন্ত। এবং তাঁর ঘোষিত শত্রু ও উত্তরসূরিকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করে ব্লাটার বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন। সংবাদমাধ্যমকে এক বিবৃতিতে বলেছেন, ‘আমার কাছে ছবিটা পরিষ্কার। ফিফার এথিক্স কমিটিকে এবার ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে।’

(ঢাকাটাইমস/১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা