চারঘাটে বিস্ফোরণে একজন নিহত

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১৪:৫৪
অ- অ+

রাজশাহীর চারঘাট উপজেলায় হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুক্তার হোসেন। তিনি পেশায় বেলুন বিক্রেতা। বেলুনে হিলিয়াম গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহত দুজন হলেন মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও নাতি হামীম হোসেন (১)। এদের মধ্যে জাহেদা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় শিশু হামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইদুল ইসলাম জানান, মুক্তার হোসেন একজন বেলুন বিক্রেতা। বাড়িতে সকালে বেলুনে গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তার নিহত হন। আর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শিশু হামীমের অবস্থা আশঙ্কাজনক।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দীন বলেন, সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুর বিষয়টি তারা জানেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা