চাঁদপুর কারাগারে হাজতির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ২৩:৪৩
অ- অ+

চাঁদপুর কারাগারের হাজতি আমিনুর রহমান তুহিনের (৫৫) মৃত্যু হয়েছে। চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে।

তুহিন জেলা কারাগারের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন কারাবাস করছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, চাঁদপুর কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আমিনুর রহমান তুহিন বেশ কিছুদিন ধরে চাঁদপুর কারাগারে ছিলেন। তিনি হাজীগঞ্জ থানা পুলিশের হাতে মাদকসহ আটক হয়েছিল। তারপর তাকে হাজতে পাঠানো হয়।

আমিনুর রহমান তুহিন, হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামের মনিরুল রহমানের ছেলে।

হাসপাতালে আসা কারারক্ষীরা জানান, বুধবার তুহিন কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা নির্দেশ প্রদান করেন। ময়নাতদন্ত শেষে তুহিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা