লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ১৯:১০
অ- অ+

দুই দিন বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার ভোররাত থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক মো. কাউছার।

তিনি আরো বলেন, দুই দিন ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী পরিবহন। এতে করে দুর্ভোগ সৃষ্টি হয়। এদিকে ফেরি চলাচল শুরু হলেও মেঘনায় তীব্র স্রোতের কারণে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। এতে করে সঠিক সময়ে গন্তব্যস্থানে পৌঁছতে সময় লাগে দ্বিগুন। তবে এ সমস্যা আরো কয়েকদিন থাকবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার বিকালে মেঘনার অস্বাভাবিক জোয়ারে মজুচৌধুরীরহাট ফেরিঘাটের সংযোগ সড়কের কিছু অংশ নদীতে বিলীন হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভাঙনকবলিত সড়কে জিও ব্যাগ ফেলে সড়কটি চলাচলের উপযোগী করা হয়।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা