ইংল্যান্ডের ভারত সফর স্থগিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২০:০১
অ- অ+

পিছিয়ে গেল ইংল্যান্ডের ভারত সফর। আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম অনুসারে সেপ্টেম্বরের শেষে ভারতে আসার কথা ছিল ইংল্যান্ডের। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল এই সিরিজে।

কিন্তু সেই সময় আইপিএল হতে চলেছে। যার ফলে কয়েক মাস পিছিয়ে গেল এই সিরিজ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একযোগে ২০২১ সালে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভারতে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। দুই দল অংশ নেবে পাঁচ টেস্টের সিরিজে। তখনই ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই ম্যাচগুলো কোথায় হবে তা স্পষ্ট নয়। ভারতে এই মুহূর্তে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তার জন্যই আইপিএল হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে।

বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘দুই দেশের বোর্ড একসঙ্গে সূচি নিয়ে বসেছে। বিশ্বক্রিকেটে ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে উন্মাদনা রয়েছে। দুই দলই মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে। উপহার দেয় উত্তেজক মুহূর্ত। আমি খুশি যে ভাবে বিসিসিআই ও ইসিবি এই পরিস্থিতি সামলেছে। লাল বলের ক্রিকেট ও সাদা বলের ক্রিকেট যাতে একসঙ্গে করা যায়, সে ভাবেই সূচি তৈরি হচ্ছে।’

(ঢাকাটাইমস/৭ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা