কলেজছাত্রী নিয়ে ছাত্রলীগ নেতা উধাও, বাবা গ্রেপ্তার

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২২:৫৯
অ- অ+

রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক এক কলেজছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন। এ নিয়ে তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে থানায় মামলা হয়েছে।

ওই কলেজছাত্রী ভাই বাদী হয়ে আবদুর রাজ্জাক ও তার বাবা ছলিমুদ্দিনসহ তিনজনকে আসামি করে মোহনপুর থানায় মামলাটি করেছেন। মামলার পর পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে রাজ্জাকের বাবা ছলিমুদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ছাত্রলীগ নেতা ও ফুলশো গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক একই উপজেলার গোছা গ্রামের এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে (২০) দীঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ৬ আগস্ট সকাল ৭টার দিকে রাজ্জাক অন্য আসামিদের সহযোগিতায় ওই কলেজেছাত্রীকে অপহরণ করে নিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, মামলার আসামি ছলিমুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজছাত্রীকে উদ্ধারে চেষ্টা চলছে।

ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাকের সাথে কথা বলতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা