যশোরে করোনায় একজনের মৃত্যু, আরো শনাক্ত ৭৭

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২৩:০৬
অ- অ+

যশোরে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরো ৭৭ জন। যশোরের স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত আমিরুজ্জামান (৪৩) চৌগাছা উপজেলার বিশ্বাস পাড়ার বাসিন্দা। ৪ আগস্ট আমিরুজ্জামানের শরীর থেকে নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। ৬ আগস্ট রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

শুক্রবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে স্বাস্থ্য বিভাগে ১৬৮ টি রিপোর্ট পাঠায়। এর মধ্যে ৭৭টি করোনা ভাইরাস পজিটিভ। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

এ যাবত মোট আক্রান্তর সংখ্যা ২০৯২ জন। সুস্থ হয়েছেন ১১৯৫জন। নতুন একজন মৃত্যু নিয়ে যশোর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জন।

যশোরের সিভিল সার্জন অফিস আরো জানায়, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৬৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে যশোর জেলায় ৭৭জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৪২জন, কেশবপুর উপজেলায় ১৫জন, মণিরামপুরে ৭জন, ঝিকরগাছায় ৬জন, শার্শায় ৪জন, চৌগাছায় ২জন ও অভয়নগর উপজেলায় ১জন রয়েছেন। গত ১০ মার্চ থেকে ৬ আগষ্ট পর্যন্ত যশোর জেলা থেকে যতগুলি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে বর্তমানে ১২৫৬ টি নমুনা পেন্ডিং রয়েছে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা