রাজশাহীতে করোনায় আরও তিন মৃত্যু, নতুন শনাক্ত ১৬১

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ১৫:১২| আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৫:৪৪
অ- অ+

রাজশাহী বিভাগে করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার একজন এবং বগুড়ার দুইজন। গত শনিবার তাদের মৃত্যু হয়েছে। এদিকে শনিবার এ বিভাগে নতুন ১৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন তিনজনকে নিয়ে গোটা বিভাগে এ পর্যন্ত ১৯৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে।

এদিকেে এ বিভাগে নতুন শনাক্তদের মধ্যে ৫৬ জনের বাড়ি বগুড়ায়। এছাড়া রাজশাহী জেলার ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৯ জন, নওগাঁর ৯ জন, জয়পুরহাটের ১১ জন এবং সিরাজগঞ্জের ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২৫৫ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ২৩৬ জন বগুড়ার। এছাড়া রাজশাহীর ৩ হাজার ৫৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৪৮, নওগাঁর ৯৯৯, নাটোরের ৬২৮, জয়পুরহাটের ৮১৬, সিরাজগঞ্জের ১ হাজার ৫৮৩ জন এবং পাবনার ৮৭১ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, শনিবার বিভাগের ২৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১০২ জনের বাড়ি রাজশাহী। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নওগাঁর ১৩ জন, বগুড়ার ৫৬ জন এবং সিরাজগঞ্জের ১৪ জন করোনামুক্ত হয়েছেন। তাদেরসহ বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৮ হাজার ৬৬৮ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৮৪১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫১ জন, নওগাঁর ৮৫২ জন, নাটোরের ২৫৭ জন, জয়পুরহাটের ২১১ জন, বগুড়ার ৩ হাজার ৩৩২ জন, সিরাজগঞ্জের ৬৭০ জন এবং পাবনার ৬৫৪ জন রয়েছেন।

(ঢাকাটাইমস/৯আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা