স্বাস্থ্যবিধি ভেঙে পুলিশের সঙ্গে জাদেজাপত্মীর তর্ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ০৮:৩১
অ- অ+

করোনা সংক্রমণ রুখতে সারা দেশে বিক্ষিপ্তভাবে চলছে লকডাউন৷ তবুও মারণ এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না৷ সারা দেশে প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন৷ এ অবস্থায় ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে প্রশাসন৷ কিন্তু ফেস মাস্ক না-পরায় পুলিশ আটকালে তাদের সঙ্গে তর্ক জুড়ে দিলেন ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা৷

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রাজকোটে একজন পুলিশ কনস্টেবলের সঙ্গে তর্ক জুড়ে দেন৷ ফেস মাস্ক না-পরায় ক্রিকেটার পত্নীর গাড়ি আটকে ছিলেন কর্তব্যরত কনস্টেবল৷ ফেস মাস্ক না-পরার কারণ জিজ্ঞাসা করলে পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন জাদেজাপত্নী৷

ঘটনাটি ঘটে সোমবার রাতে৷ ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ভারতীয় দলের অল-রাউন্ডার জাদেজা। তিনি মাস্ক পরে থাকলেও তার স্ত্রী রিভাবা মাস্ক পরে ছিলেন না৷ পুলিশ উপ-কমিশনার (ডিসিপি) মনোহরসিংহ জাদেজা সংবাদমাধ্যমকে বলেন, রাজকোটের কাসনপাড়া চৌকে এই ক্রিকেটারের স্ত্রী’র গাড়ি থামানো হলে হেড কনস্টেবল সোনাল গোসাইয়ের সঙ্গে তিনি তীব্র তর্ক জুড়ে দেন৷

ডিসিপি বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রিভাবা জাদেজা মাস্ক পরেনি। তবে তদন্তের পরে বিষয়টি আমরা জানতে পেরেছি যে, উভয়ের মধ্যেই বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয়৷’

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ফ্ল্যাট-প্লট-জমি ক্রোকের আদেশ 
গেন্ডারিয়ায় বিপুল বিদেশি মদ-বিয়ারসহ মাদক কারবারি আটক 
বেতন-ভাতার দাবিতে কাকরাইল মোড় অবরোধ গাজীপুর-আশুলিয়ার ৯ গার্মেন্টসের শ্রমিকদের 
ধর্ষণ মামলায় কারাগারে কণ্ঠশিল্পী নোবেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা