কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী।
বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লার বুড়িচংয়ের নূরজাহান (৫৫), সদর দক্ষিণের আছিয়া খাতুন (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের আবুল খায়ের (৬৫), কুমিল্লার বরুড়ার তৈয়ব আলী (৭৯), আদর্শ সদরের চাঁন বানু (৮০) এবং সদরের বাবুল মিয়া (৫৮)।
উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৪১ জন।
ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন