জয়পুরহাটে সার্বজনীন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ১৭:৫৭
অ- অ+

জয়পুরহাটে নবনির্মিতব্য চিত্রাপাড়া সার্বজনীন মডেল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের চিত্রাপাড়াতে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই মিলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। এখন সবাই একসাথে দেশের উন্নয়ন করছি। অনুষ্ঠানে চিত্রাপাড়া সার্বজনীন মন্দিরের নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নৃপেন্দ্রনাথ মণ্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃষিকেশ সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, কাউন্সিলর ইকাল হোসেন সাবু, চিত্রাপাড়া সার্বজনীন মন্দিরের সভাপতি সিতারাম সাহাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তথ্য উপদেষ্টার দিকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা