ভিয়েতনাম থেকে ইউএস-বাংলায় ফিরলেন ১১৩ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১৮:১৫
অ- অ+
ফাইল ছবি

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে ভিয়েতনামে আটকা পড়া ১১৩ বাংলাদেশি নাগরিককে আজ দেশে ফিরিয়ে এনেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমান সংস্থাটি জানায়, দেশে ফেরা এসব বাংলাদেশি নাগরিককে নিয়ে আসা ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটি বিকাল ৪টা ২ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

মঙ্গলবার ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইউএস-বাংলা জানায়, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে গত প্রায় পাঁচ মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় হ্যানয় থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা।

ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিমান সংস্থাটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে বলে জানায় ইউএস-বাংলা।

ইউএস-বাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ভিয়েতনাম ছাড়াও কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই, মাস্কাট, দোহা ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

কোভিড-১৯ মহামারিকালে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইউএস-বাংলা ঢাকা-গুয়াংজু ও ঢাকা-কুয়ালালামপুর রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া বিমান সংস্থাটি অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা