১৫ আগস্টের খুনিদের পুনর্বাসনকারীদের বিচার হবে: যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০২০, ২৩:৫৩ | প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ২৩:২৮

বঙ্গবন্ধুর হত্যার মদদদাতা ও মাস্টার মাইন্ড ছিলো যারা সেই সকল ষড়যন্ত্রকারীদের মুখোশ উম্মোচন হচ্ছে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেছেন, '৭১ মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচার করা হয়েছে। ১৫ আগস্টের মাস্টার মাইন্ড যারা তাদেরও বিচার করা হবে। যারা এই খুনিদের পুনর্বাসন করেছে তাদেরও বিচার করা হবে।'

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউ’র সামনে দক্ষিণ যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠান হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আরও বলেন, মানুষের ঘুম ভাঙে আযানের শব্দ শুনে। কিন্তু আমাদের ঘুম ভেঙেছিল গুলির শব্দ শুনে। উঠে দেখি সিঁড়িতে বাবা-মার রক্তাক্ত লাশ পড়ে আছে। তখন ঘাতকচক্র বারবার আমার আমাদের দুই ভাই ও আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের খুঁজছে মেরে ফেলার জন্য। জীবন বাঁচাতে বাসা থেকে এক কাপড় পড়ে বের হয়ে এসেছিলাম। আমরা ছোট ছিলাম তখন আমাদের বোধগম্য হয় নাই মৃত্যু কাকে বলে। একটি মানুষ কিভাবে অন্য একটি মানুষকে হত্যা করতে পারে।'

তিনি আরও বলেন, '২১ আগস্ট আবার এই ষড়যন্ত্রকারীরাই বঙ্গবন্ধু এভিনিউতে মানুষ হত্যা করার জন্য শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করে। সেই গ্রেনেডের স্প্লিন্টার এখনো অসংখ্য নেতাকর্মী বয়ে বেড়াচ্ছেন। এই হচ্ছে বিএনপির নরকীয় রাজনীতি। তারা রাজনীতি বুঝে না, তারা বুঝে ক্ষমতা, মানুষ হত্যা। বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আমাদের নেত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।'

অনুষ্ঠানে উপস্থিত যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। ১৫ আগস্ট এর মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিলেন খালেদা জিয়া ও তার ছেলে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদ তার ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে বলে গেছেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন জিয়াউর রহমান। তাই যুবলীগের দাবি জিয়াউর রহমানকে মরণোত্তর ফাঁসির রায় কার্যকর করার। একই পথে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদেরকে পুনর্বাসন ও পুরস্কৃত করেছিলেন। এজন্য যুবসমাজ ও যুবলীগের একটাই দাবি যারা এই হত্যাকারীদের পৃষ্ঠপোষক এবং যারা আশ্রয়-প্রশ্রয়দাতা এবং তাদের পুনর্বাসন করে দিয়েছে সেই বেগম খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনতে হবে। ষড়যন্ত্রের মূলহোতা হচ্ছে বিএনপি এবং জামাত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যুবলীগকে সবসময় সজাগ থাকতে হবে।'

জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি যারা বিদেশে এখনো পলাতক আছে তাদেরকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, 'যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনার প্রথম দিকে বিভিন্ন ওয়ার্ডে, ঘরে ঘরে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতা করে গেছে। যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার আদর্শকে অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করে যাবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ প্রমাণ করে দিবে যুবলীগের কোনো নেতাকর্মী সন্ত্রাসী-চাঁদাবাজি দখলদারি কোনো মাদকের সাথে যুক্ত না। মানুষের উপর জুলুম করে এমন কোনো নেতাকর্মী যুবলীগের মধ্যে নাই। শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ হবে মানুষের কল্যাণের ভাণ্ডার। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার পথ একটাই ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করা। আমরা যদি মানুষ মানুষের কল্যাণে কাজ করি বিএনপি-জামাতের প্রেতাত্মারা বাংলাদেশের কোনো জেলায়, কোনো থানা ও কোনো ওয়ার্ডে স্থান করতে পারবে না।'

স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

স্মরণ সভায় বক্তব্য রাখেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি আহাম্মদ উল্লাহ মধু, সোহরাব হোসেন স্বপন,সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, সৈয়দ আহমদ, মাহাবুবুর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মোহাম্মদ মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল মারুফ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামানসহ মহানগর যুবলীগ দক্ষিণের নেতৃবৃন্দ। এসময় মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০আগস্ট/কারই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :