‘স্বাস্থ্যবিধি মেনে এবার পূজা উদযাপন হবে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৮:২০

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ বলেছেন, সরকারি বিধি-বিধান ও স্বাস্থ্যবিধি মেনেই এবারের পূজা উপদযাপিত হবে।

ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এসব প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে এ সভা শুরু হয়। এতে অন্তত ২১ জন সংবাদকর্মী অংশ নেন।

ড. যশোদা জীবন দেবনাথ বেঙ্গল ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফরিদপুর জেলা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১২ বছর আগে জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন কমিটি করা হয়নি। এমন অচলাবস্থার সময় আমি দায়িত্ব নিয়ে ‘স্বর্গরথ’ নামে একটি গাড়ি প্রদান করব ২৮ আগস্ট, এরই মধ্যে জেলা কমিটির অফিস নিয়েছি। আগামীতে আরও লক্ষণীয় উন্নয়ন করতে চেষ্টা করব।

সভায় সাংবাদিক জাহিদুল ইসলাম ইবু জেলার পরিচ্ছন্নতা কর্মীদের দুরাবস্থার কথা ‍তুলে ধরলে তিনি তাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা সভায় ঘোষণা দেন।

ভার্চুয়াল এই সভায় বক্তব্য দেন- প্রেসক্লাবের আহ্বায়ক আমিনুর রহমান ফরিদ, সদস্য সচিব নির্মলেন্দ চক্রবর্তী শংকর, সনজিব দাস, সোজাউজ্জামান ‍জুয়েল, সুমন ইসলাম, তরিকুল ইসলাম হিমেল প্রমুখ।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :