মাশরাফির বাবা-মা করোনামুক্ত

গত ৭ আগস্ট মাশরাফি বিন মর্তুজার পরিবারের চার সদস্যের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এই চারজন হলেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মাশরাফির ছোট ভাইয়ের স্ত্রী ও মাশরাফির মামি। তারা চারজনই এখন করোনামুক্ত। বাসায় থেকেই তারা চিকিৎসা গ্রহণ করেছেন।
শনিবার বিকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’এর কর্মকর্তা রাসেল বিল্লাহ। তিনি বলেন, ‘মাশরাফির বাবা, মা, মামি এবং ছোট ভাইয়ের স্ত্রীর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে।’
এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সাথে তার স্ত্রী সুমনা হক সুমি এবং তার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনা পরিজিভ হন। তবে, চিকিৎসকের পরামর্শে তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।
বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই নিজ এলাকার মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারে, দরিদ্ররা যাতে করে খাবারের কষ্ট না পান সব বিষয়ই খেয়াল রাখছেন মাশরাফি।
(ঢাকাটাইমস/২২ আগস্ট/এসইউএল)

মন্তব্য করুন