ফরিদপুরে গুলিসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১৮:৩৭
অ- অ+

ফরিদপুরে ২১টি গুলিসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চরবালুধুম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম বাদশা মণ্ডল। বাদশা মণ্ডল সদর উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মোল্লা।

ফরিদপুর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাদশা মণ্ডল তার বাড়িতে মাদকের আসর বসিয়েছেন, এ গোপন সংবাদে তার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তল্লাশি চালিয়ে ২১টি দোনালা বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

বাদশা মণ্ডল দাবি করেন, আগে তার একটি দোনালা বন্দুক ছিল। ওই বন্দুকের লাইসেন্স গত বছর সেপ্টেম্বর মাসে বাতিল করে জেলা প্রশাসন। তখন ওই বন্দুকের সাথে তিনি গুলিগুলো জমা দেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, লাইসেন্স বাতিল হওয়ার পর বন্দুকের সাথে গুলি জমা না দিয়ে আইনত অপরাধ করেছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীনূর রহমান বলেন, রবিবার বিকালে তার সাত দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে বাদশা মণ্ডলকে জেলহাজতে পাঠিয়ে দেয়।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
এনসিপির যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল
করিডোর নয়, আপনাদের দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া: ফারুক 
‘পুলসিরাত’ বদলে হলো ‘সরদার বাড়ির খেলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা