সিনহা পরিবারে কি গৃহযুদ্ধ বাঁধল?

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ১০:৪৭| আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১০:৫৪
অ- অ+

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মেয়ে সোনাক্ষী সিনহার একেবারে উল্টো পথে হাঁটছেন তার অভিনেতা ও রাজনীতিক বাবা শত্রুঘ্ন সিনহা। তারকার সন্তান হওয়ার জন্য মেয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলড হচ্ছেন, নেটিজেনদের উপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন, বাবা তখন প্রকাশ্যে করণ জোহরের চ্যাট শো নিয়ে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছেন সাক্ষাৎকারে।

এখানেই শেষ নয়। সোনাক্ষী যখন কঙ্গনার একের পর এক আক্রমণাত্মক টুইট নিয়ে কঙ্গনাকে দুষছেন, তখন শত্রুঘ্ন কঙ্গনার সাহসিকতার প্রশংসায় ফেটে পড়ছেন। মেয়ের বিপক্ষে গিয়ে কঙ্গনার বক্তব্যকে সমর্থন করছেন। একটি মৃত্যু নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া ও গোটা ভারত, তখন সিনহা পরিবারেরও কি গৃহযুদ্ধ বাঁধল? বাপ-বেটির বর্তমান সম্পর্ক দেখে এমন প্রশ্নই তুলছেন অনেকে।

এদিকে সুশান্তকাণ্ডে তার চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচালক-প্রযোজক মহেশ ভাটের সম্পর্ক নিয়েও চলছে তোলপাড়। রিয়ার কাঁধে মহেশের মাথা রাখা ছবি ভাইরাল হয়েছে বহু আগেই। সম্প্রতি আবার ফাঁস হয়েছে তাদের হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কথোপকথন। তাই বলিউডের একটা অংশের ধারণা, সুশান্তের মৃত্যুর সঙ্গে মহেশ-রিয়ার সম্পর্কের কোনো না কোনো যোগ রয়েছে।

সম্প্রতি একটা সাক্ষাৎকারে এই দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে। জানতে চাওয়া হয়, এ ব্যাপারে তিনি কিছু জানেন কি না। জবাবে শত্রুঘ্ন বলেন, রিয়াকে তিনি কোনোদিন সামনাসামনি দেখেননি। এমনকি, মহেশ ভাটের সঙ্গেও পাঁচ বছর দেখা হয়নি। কাজেই তাদের সম্পর্কের ব্যাপারে বিশেষ কিছু তিনি জানেন না।

ঢাকাটাইমস/২৬আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা