৫৭ স্বর্ণের বারসহ বিজিবির হাতে ধরা নারী

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ০৮:১৫| আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৮:১৮
অ- অ+

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৭টি স্বর্ণের বারসহ এক নারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। তার নাম বানেছা খাতুন।

শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

জব্দ করা স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। এগুলোর বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তার বানেছা খাতুন ওই গ্রামের দুখু মিয়ার স্ত্রী। ভারত সীমান্ত সংলগ্ন বাড়ি হওয়ায় দীর্ঘদিন ধরে স্বর্ণসহ মাদকপাচারের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

বিজিবি জানায়, সাদিপুর গ্রামের বানেছা বিপুল স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবেন বলে খবর পায় বিজিবি। এমন খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালায়। প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস সোনার বারসহ বানেছাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সোনাপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা