বাটলারের ব্যাটে চড়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:০৭

প্রায় ছয় মাস বাদে মাঠে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতে হল অস্ট্রেলিয়াকে। প্রথম টি-টোয়েন্টিতে দু’রানে হারার পরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও ছয় উইকেটে হেরে গেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক বিধ্বংসী জস বাটলার।

৫৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকলেন ইংল্যান্ড ওপেনার। দাভিদ মালান করেন ৩২ বলে ৪২। অস্ট্রেলিয়ার সাত উইকেটে ১৫৭ রানের জবাবে ১৮.৫ ওভারে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড। ২-০ এগিয়ে গিয়ে অইন মর্গ্যানরা সিরিজও জিতে নিলেন।

ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ইংল্যান্ড। প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে শূন্য রানে ফিরিয়ে বিপক্ষ শিবিরে ধাক্কা দেন জোফ্রা আর্চার। সেই ধাক্কা আর সামলাতে পারেননি স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা। অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোয়নিস। ৩৩ বলে ৪০ করে দলের রান কিছুটা বাড়াতে সাহায্য করেন আইপিএলে বিরাট কোহালির দলের অন্যতম ভরসা ফিঞ্চ। চারটি চার ও দু’টি ছয়ের সৌজন্যে এই ইনিংস গড়েন তিনি। মিডল অর্ডারে স্টোয়নিস করেন ২৬ বলে ৩৫। ম্যাক্সওয়েল (২৬) ও অ্যাশটন অ্যাগার (২৩) কিছুটা চেষ্টা করলেও দলকে বড় রানে নিয়ে যেতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১৫৭/৭, ২০ ওভার

ফিঞ্চ ৪০, স্টয়নিস ৩৫, ম্যাক্সওয়েল ২৬

জর্ডান ২/৪০, উড ১/২৫, রশিদ ১/২৫

ইংল্যান্ড ১৫৮/৪, ১৮.৫ ওভার

বাটলার ৭৭*, মালান ৪২, মঈন ১৩*

অ্যাগার ২/২৭, স্টার্ক ১/২৫, জাম্পা ১/৪২

(ঢাকাটাইমস/০৭ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :