মির্জাপুরে দুই ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:০৯
অ- অ+

প্রস্তাবিত ধলেশ্বরী থানায় মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে সংযুক্ত করার উদ্যোগ নেয়ার প্রতিবাদে ওই দুই ইউনিয়নের সর্বদলীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার বানাইল ইউনিয়নে ভাবখণ্ড বাজারে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বানাইল-আনাইতারা ইউনিয়নের সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আব্বাস বিন হাকিমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আনিসুর রহমান হুমায়ুন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, বিআরডিরির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, সাবেক চেয়ারম্যান আলী হোসেন খান, বাবুল হোসেন বকশী, মিজানুর রশিদ আবু, এমএ লতিফ প্রমুখ।

মানববন্ধন শেষে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা স্থানীয় পাকুল্যা-লাউহাটি আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের যানজটের সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা