‘ইত্যাদি’ খ্যাত অভিনেতা বাহার আর নেই

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬

৭৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার। প্রবীণ এই অভিনেতা দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। আজ সোমবার ভোর পাঁচটায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত মহিউদ্দিন বাহারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তিনি হার্ট অ্যাটাক ও কিডনি রোগসহ নানা সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শাহবাগের বারডেম হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা বাহারকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, সোমবার আসরের নামাজ বাদে দয়াগঞ্জে জানাজা শেষে তাকে সেখানকার একটি কবরস্থানে দাফন করা হবে। এই অভিনেতার পরিবারে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। পরিবারের সঙ্গে তিনি দয়াগঞ্জে নিজ বাড়িতে থাকতেন।

মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের একজন সাবেক সিনিয়র সহকারী সচিব। চাকরি থেকে অবসরে যান ২০০৫ সালে।

মহিউদ্দিন বাহার দুই যুগেরও বেশি সময় ধরে হানিফ সংকেত সঞ্চালিত ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় হাস্য রসাত্মক সংলাপ বলার কারণে তিনি সুপরিচিত ছিলেন।

ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :