বিসিবির ‘৭ দিন’ কোয়ারেন্টাইনের শর্ত জানে না এসএলসি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪
অ- অ+

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এসএলসি ও বিসিবির দরকষাকষি চলছেই। দুই পক্ষের পাল্টাপাল্টি শর্ত ও অনমনীয় অবস্থানের মধ্যেই এবার শ্রীলঙ্কা ক্রিকেট জানাল- বাংলাদেশের জোর গলায় জানানো একটি দাবির কথা জানেই না তারা!

নিজেদের স্বাস্থ্যমন্ত্রণালয়ের নীতিমালার দোহাই দিয়ে এসএলসি বলছে- শ্রীলঙ্কা পৌঁছে বাংলাদেশ দলকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। এদিকে বিসিবি শুরু থেকেই কোয়ারেন্টাইন পর্ব ৭ দিনের মধ্যে রাখার দাবি জানাচ্ছে। তবে লঙ্কান বোর্ড সভাপতি শাম্মি সিলভার দাবি, বিসিবির ৭ দিন কোয়ারেন্টাইনের দাবি সম্পর্কে অবগতই নন তারা।

শ্রীলঙ্কার এক সংবাদমাধ্যমকে শাম্মি সিলভা বলেন, ‘তারা যদি এটা বলে থাকে তাহলে তা সত্যি নয়। তারা কেন এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার কথা বলছে আমি জানি না। স্বাস্থ্য বিভাগের নীতির বাইরে যাওয়ার সুযোগই আমাদের নেই। তাই বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা এসে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।’

শুধু তাই-ই নয়, শ্রীলঙ্কা যাওয়ার আগে থেকেই অর্থাৎ বাংলাদেশে থাকা অবস্থায়ই টাইগারদের কোয়ারেন্টাইন পালন করতে হবে বলে জানিয়েছেন এসএলসি প্রধান। এসময় ক্রিকেটারদের তিনবার করোনা পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষায় নেগেটিভ এলে তবেই মিলবে শ্রীলঙ্কার বিমানে চড়ার সুযোগ।

শাম্মি সিলভা জানান, ‘বাংলাদেশে থাকা অবস্থায়ও তাদের কোয়ারেন্টাইন পালন করতে হবে। কলম্বোয় পা রাখার সাথে সাথেই ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শুরু হবে।’

শাম্মি সিলভা আরও জানিয়েছেন, শ্রীলঙ্কায় কোয়ারেন্টাইন পর্বসহ বাংলাদেশ দলের যাবতীয় সব খরচ শ্রীলঙ্কা ক্রিকেটই বহন করবে।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা