ঢাকায় ছুরিকাঘাতে বাস কাউন্টারের সুপারভাইজারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদের লিচু বাগান মসজিদের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হোসেন সিকদার (৫০) নামে বাস কাউন্টারের এক সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর সাড়ে চারটার দিকে হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে আকাশ সিকদার জানান, ভোর সাড়ে চারটার দিকে তার বাবা বাসা থেকে সায়েদাবাদ বাস কাউন্টারে যাচ্ছিলেন। সায়েদাবাদের লিচু বাগান মসজিদের পাশে যাওয়ার পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসেন শিকদারের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তার বাবার নাম হজরত আলী সিকদার। ৩৫/৬ ধলপুর লিচুবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা