কুষ্টিয়ায় দুই ভুয়া এনএসআই আটক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৭| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩
অ- অ+

কুষ্টিয়ার কোটপাড়া এলাকা থেকে তনুজা ইসলাম (২৭) এবং জাহাঙ্গীর আলম (২৯) নামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর ভুয়া দুই সদস্যকে আটক করেছেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।

রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান।

আটকরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাচের কোল গ্রামের কাজী ইকরামুল হকের স্ত্রী তনুজা ইসলাম এবং সিদ্ধি এলাকার আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর আলম।

তিনি জানান, শনিবার বিকালে গোপন এক সংবাদে শহরের কোটপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২। এসময় তনুজা ইসলাম ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এসময় তাদের কাছ থেকে এনএসআই-এর ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় সরকারি কর্মকর্তা ছদ্মবেশ ধারণ করার অপরাধে একটি প্রতারণার মামলা করা হয়েছে। সেই সাথে তাদের কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা