সুনামগঞ্জে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৭| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৯
অ- অ+

সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছে। নিহত আফিয়া বেগম (৩৮) জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালি গ্রামের বাসিন্দা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় নিহতের ঘাতক স্বামীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশাচালক রাজু মিয়া জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে স্ত্রী সন্তান নিয়ে বাসাভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেন স্বামী। এতে রক্তাক্ত স্ত্রী আফিয়া বেগম (৩৮) জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। প্রতিবেশীরা দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক আহমদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা গেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমদ জানান, পরিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হওয়ার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা