ক্রিকেট ধারাভাষ্যকার ডিন জোন্স আর নেই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৩| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৯
অ- অ+

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বৃহস্পতিবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। আইপিএলের ধারাভাষ্যের কাজে তিনি ভারতে ছিলেন। প্রতিদিনই তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যেত মুম্বাইয়ের স্টুডিওতে। অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন জোন্স।

ডিন জোন্সের মৃত্যুর খবরে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। টুইটারে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘হৃদয়বিদারক একটি সংবাদ। ডিন জোন্স আর আমাদের মাঝে নেই। তিনি এত দ্রুত আমাদের মাঝ থেকে চলে গেলেন! আমার ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়া সফরে তার বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল আমার। তার আত্মা শান্তিতে থাকুক। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বর্তমান তারকা স্টিভেন স্মিথ টুইটারে লিখেছেন, ‘মুম্বাইয়ে ডিন জোন্স মারা গেছেন। খবরটি শুনে খুবই খারাপ লাগছে। তিনি একজন চমৎকার ক্রিকেটার ছিলেন। তিনি চিরদিন মানুষের হৃদয়ে থাকবেন।’

টাইগার ওপেনার লিটন কুমার দাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মুম্বাইয়ে ডিন জোন্স মারা গেছেন। খবরটি শুনে আমি মর্মাহত। আপনাকে সবাই মিস করবে। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা।’

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা