নড়াইলে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১১:২৮| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের আরিফ খন্দকারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে জামরিলডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় বাবুল মোল্যার বাড়ির পাশে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আরিফ জামরিলডাঙ্গা গ্রামের নুরুল খন্দকারের ছেলে ।

আরিফের স্ত্রী কুলসুম বেগম জানান, শনিবার রাতের খাবার খেয়ে সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে জামরিলডাঙ্গা বাজারের উদ্দেশে বের হন আরিফ। এ সময় কুলসুম পেটব্যথার জন্য গ্যাসের ট্যাবলেট আনতে বলেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনা জানতে পারেন। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী কুলসুমসহ পরিবারের অন্যরা জানান, কী কারণে কারা আরিফকে খুন করেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার ঢাকা টাইমসকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; ব্যক্তিগত শত্রুতার কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রবিবার বেলা ১১টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কাউকে অভিযুক্ত করা হয়নি।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা