ছয় মাস পর গেট খুলল রমনা পার্কের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৮
অ- অ+

করোনার প্রভাবে দীর্ঘ ছয় মাস পর গেট খুলল রমনা পার্কের। নগরবাসীর প্রিয় এই অবসর কাটানোর সবচেয়ে বড় পার্কটি বন্ধ থাকায় পার্কের নিয়মিত প্রাতভ্রমণকারী ও দর্শনার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন।

রবিবার সকালে রমনা পার্কটি খুলে দেওয়া হয়।

এ বিষয়ে পার্ক দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১-এর কর্ম সহকারী শামসুল ইসলাম বলেন, ‘আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।’

গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণার পরই নগরবাসীর প্রিয় এই ব্যয়াম চর্চা, অবসর কাটানোর সবচেয়ে বড় পার্কটি বন্ধ করা হয়।গত ৩১ মে সাধারণ ছুটি তুলে নেয়া হলেও পার্কটি বন্ধই থাকে।

এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট হয়। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটটি হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/টিএটি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা