অনুরাগের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে অনশনের হুমকি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৪
অ- অ+

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পদক্ষেপ না করলে অনশনে বসার হুমকি দিয়েছেন পায়েল ঘোষ। রবিবার অনুরাগের বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ দায়েরের পর পায়েলের এই হুমকির কথা জানিয়েছেন তার আইনজীবী।

রবিবার মুম্বাইয়ের ভারসোভা থানাতেও হাজির হয়েছিলেন পায়েল ও তার আইনজীবী। অনুরাগ কাশ্যপ ধনী বলেই কি তাকে গ্রেফতার করা হচ্ছে না? সেই প্রশ্নও তোলেন পায়েল। খবর জি নিউজের।

অনুরাগের বিরুদ্ধে তার আনা অভিযোগে মুম্বাই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ এনেছেন পায়েল ঘোষ। তার কথায়, ‘আমাদের কয়েকদিন ধরে এদিক ওদিক ছুটিয়ে মারছে মুম্বাই পুলিশ। অন্যদিকে অভিযুক্ত নিশ্চিন্তে নিজের ঠাণ্ডা ঘরে বসে আছেন।‌’

থানায় যাওয়ার আগেই পায়েলের আইনজীবী নীতিন সতপুতে নিজের টুইটার অ্যকাউন্ট থেকে একটি টুইট করেন। তিনি লেখেন, ‘পায়েল ঘোষ ও নীতিন সতপুতে ভারসোভ থানায় যাবে। কেন অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে না? যদি কোনো গরিব মানুষ ধর্ষণের মতো অপরাধ করে, তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে। কোনো সমস্যা ছাড়াই। এখানেই হয়ত গরিব-বড়লোকের পার্থক্য।’

এর আগে পায়েল ঘোষ একটি টুইটে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি বিচার পাবেন কিনা প্রশ্ন করেছিলেন। লিখেছিলেন, ‘আমি এমন একজন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি, যার বিরুদ্ধে অন্য আরও অনেকে একই রকম অপরাধের কথা বলেছেন। আমাকে পুলিশ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অথচ অভিযুক্ত ঠাণ্ডা ঘরে আরাম করে বসে রয়েছেন। আমি কি বিচার পাব স্যার?’

পায়েল ঘোষের আইনজীবী নীতিন সতপুতে বলেছিলেন, ‘অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ, অন্যায়ভাবে আটকে রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আমরা চাই অনুরাগ কাশ্যপকে গ্রেফতার করা, কারণ এই অপরাধটি জামিনযোগ্য নয়।’

যদিও অনুরাগ কাশ্যপ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ বিবৃতি জারি করে অস্বীকার করেছেন। অনুরাগের পক্ষে কথা বলেছেন তার সাবেক স্ত্রীরা এবং তার সিনেমায় কাজ করা অভিনেত্রীরাও। অপরদিকে তার বিরুদ্ধে কথা কথা বলেছেন অনেকে।

ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা