তাহিরপুরে মাটিয়ান হাওরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৩
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে নিখোঁজ যুবকের লাশ প্রায় ৭২ ঘণ্টার পর ভেসে উঠেছে। নিহত যুবকের নাম আল আমিন মিয়া (২৫)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের রফিকুল মিয়ার ছেলে।

সোমবার সকাল ১০টার দিকে তার লাশ মাটিয়ান হাওরে ভেসে উঠে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি লতিফুর রহমান তরফদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকলে মানবিক দৃষ্টিকোণ থেকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে নিহত আল আমিন মিয়া একা ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পাশের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে মাটিয়ান হাওরে বৈরী আবহাওয়ার মধ্যে ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পানিতে পরে তিনি নিখোঁজ হন। পরে নৌকাটি হাওরের মধ্যে ঘুরতে দেখে জেলেরা বাড়িতে খবর দিলে তারা গত তিন দিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।

সোমবার সকালে তার লাশ মাটিয়ান হাওরে ভেসে উঠে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা