টানা তৃতীয় জয়ের খোঁজে দিল্লি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৭
অ- অ+

আইপিএলে আজ (মঙ্গলবার) আবুধাবিতে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। আইপিএলে টানা তৃতীয় ম্যাচে জয় পেতে মরিয়া শ্রেয়াস আয়ারের দিল্লি। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে প্রথম জয়ের খোঁজে সানরাইজার্স হায়দরাবাদ।

পাঞ্জাবকে প্রথম ম্যাচে সুপার ওভারে হারানোর পর শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়াস আয়ারের দল। অন্যদিকে, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে পর দুটো ম্যাচে হেরেছে হায়দরাবাদ।

মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। মনিশ পান্ডে ছাড়া সেভাবে কেউ ফর্মে নেই হায়দরাবাদের। প্রথম ম্যাচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে রান পাননি জনি বেয়ারস্টো। রানের মধ্যে নেই ওয়ার্নারও। আজ প্রথম এগারোয় ফিরতে পারেন কেন উইলিয়ামসন। পাশাপাশি অধিনায়ক ওয়ার্নারের ব্যাটে ঝোড়ো ইনিংস চাইছে টিম হায়দরাবাদ।

পৃথ্বি শ, শ্রেয়াস আয়ার, রিশাব পান্ত রানের মধ্যেই রয়েছেন। সেই সঙ্গে নর্টজে, রাবাদা বল হাতে আগুন ছোটাচ্ছেন। হায়দরাবাদকে হারাতে এরাই ভরসা দিল্লি কোচ রিকি পন্টিংয়ের।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা