চাঁপাইনবাবগঞ্জে ২০টি গাঁজা গাছসহ মাদককারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৪:১৬| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৪:২৬
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে ৫৫ কেজি ওজনের প্রায় ২০টি গাঁজার গাছসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদককারবারির নাম মিজানুর রহমান। তিনি কর্ণখালী গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদে তারা জনতে পারেন, শিবগঞ্জের খাসপাড়া থেকে মির্জাপুরগামী পাঁকা রাস্তার পশ্চিমে ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে গাঁজা চাষ করা হচ্ছে। পরে এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ টিম। এসময় ৫৫ কেজি ওজনের প্রায় ২০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। আর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় গাঁজা চাষকারী মিজানুরকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর জানান, দীর্ঘদিন ধরে এই গাছগুলো চাষ করে বাইরে বিক্রি করে আসছে। এ ঘটনায় শিবগঞ্জ থানা তার বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয় বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা