দুই জায়ের সঙ্গে পরকীয়া, অতঃপর ধর্ষণে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ২০:২১| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:৪৪
অ- অ+

দুই জায়ের সঙ্গে ‘পরকিয়া’ সম্পর্ক গড়ে তুলে অতঃপর ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। ভুক্তভোগী দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় বড় জায়ের করা মামলায় মনিরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার ভাটারার শাহজাদপুর এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে হাজারীবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ কমিশনার আবদুল্লাহীল কাফী ঢাকা টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মনিরুলকে আটক আর ভুক্তভোগী নারীদের পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মোবাইল ফোনে কথোপকথনের সূত্রে দুই জায়ের সঙ্গে অভিযুক্ত মনিরুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা নানা সময় নানা জায়গায় দেখা করার পাশাপাশি শারীরিক সম্পর্কও করে।

সবশেষ বুধবার বড় জায়ের ভাটারার বাবার বাসায় যান মনিরুল। এরপর এরপর স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে ভাটারার পুলিশ মনিরুলকে হাজারীবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন হাজারীবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাকিন কবির।

(ঢাকাটাইমস/০১ অক্টোবর/এএ/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাইনি সন্দেহে ভারতে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা
শহীদদের যথাযথ মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা