যৌন নিপীড়নের দায়ে যুবকের কারাদণ্ড

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২০, ২০:০৪
অ- অ+

স্কুল শিক্ষিকাকে যৌন নিপীড়নের ঘটনায় তারিকুল ইসলাম খোকন(৩৭) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভি‌যোগ পাওয়ার পর বৃহস্প‌তিবার উপজেলার শচিয়ানী গ্রা‌মে ভ্রাম্যমাণ আদালত ব‌সি‌য়ে কারাদণ্ড দেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর ক‌বির।

শচিয়ানী গ্রামের এক স্কুল শিক্ষিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন, একই গ্রামের বখাটে যুবক খোকন বিভিন্ন সময় বাথরুমে উঁকি দেয়। বাড়ি থেকে বের হলে অশ্লীল উক্তি করা ছাড়াও নানাভাবে যৌন নিপীড়ন করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশকে সঙ্গে নিয়ে শচিয়ানী গ্রামে গিয়ে তারিকুল ইসলাম খোকনকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত খোকনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর জানান, বখাটে যুবককে আটকের পর প্রতিবেশীরা স্বাক্ষী দিলে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা