‘সালাহউদ্দিন এমপি থাকাকালে মানুষের জীবনযাত্রা থমকে দিয়েছিলেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ২২:০৪| আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:০৭
অ- অ+

ঢাকা-৫ আসনের উপনির্বাচনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ এমপি থাকাকালে আসনটির জনগণের জীবনযাত্রা থমকে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।

শুক্রবার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবং ২০টি স্থানে সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদকে দখলদার ও সন্ত্রাসের গডফাদার উল্লেখ করে মনু বলেন, 'আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ এর উপনির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই। বিএনপির প্রার্থী একজন সন্ত্রাসী। ভূমি দখলকারী ও সন্ত্রাসের গডফাদার যিনি দল সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এমপি হিসেবে নিজস্ব সন্ত্রাস বাহিনী গড়ে তুলে এলাকার মানুষের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করে জীবন চলার পথকে থমকে দিয়েছিলেন।'

মনু বলেন, 'বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সংকটে এই আসনের জনগণ বিরক্ত হয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হলে তার সন্ত্রাস বাহিনী এলাকাবাসী ওপরে হামলা করে। এলাকাবাসী সেই থেকে সালাউদ্দিনকে দৌড়ের ওপরে রাখে। এরপর থেকে তিনি দৌড় সালাউদ্দিন হিসেবে পরিচিতি লাভ করেন।'

নৌকায় ভোট চেয়ে মনু বলেন, 'আগামী নির্বাচনে আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের নৌকাকে বিজয়ী করে দৌড় সালাউদ্দিনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে কড়া জবাব দেবেন। নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের পরিবারের সদস্যসহ পরিচিত সব ভোটারকে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নিয়ে যাবেন এবং নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন।'

কাজলা নতুন রাস্তায় ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে উক্ত গণসংযোগ ও পথসভা শুরু করেন কাজী মনিরুল। এরপর কাজলার পাড়, কাজিরগাঁও, মৃধাবাড়ী, মাদ্রাসা বাজার হয়ে কবরস্থান মসজিদে জুমার নামাজ সম্পন্ন করেন তিনি। পরে নৌকায় ভোট চেয়ে উত্তরপাড়া, কাউন্সিল, মেন্দিবাড়ী, কাঠেরপুল, ধার্মিক পাড়া, কোনাপাড়া, বাঁশেরপুল,শাহজালাল রোড, আলামিন রোড, রোকেয়া আহসান কলেজ, ফার্মের মোড়, মাতুয়াইল মেডিকেল, হাজী লতিফ ভূঁইয়া কলেজ, ধানবাড়ী,রায়ের বাগ দোতলা মসজিদ, তুষার ধারা হয়ে মুজাহিদ নগর এসে শেষ হয়।

গণসংযোগ ও পথসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগে সদস্য সানজিদা খানম, নির্বাচনী আসনের প্রধান সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না, যুবলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক মো: মিরাজ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান, ৪৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, ৫১নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৬৩নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম দিলু, ৬৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান বাবুল মোল্লা, মহানগর আওয়ামী লীগের সাবেক নেতা এস কে বাদল, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত নূর খাঁন শান্তসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা