তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে ১১ শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০, ১৫:৪২

তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলের একটি উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী ও তিনজন শিশু রয়েছেন।

রবিবার দেশটির বাণিজ্যিক শহর স্প্যাস্কের উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া সবাই আফ্রিকান নাগরিক। খবর আল জাজিরার।

পুলিশের একটি সূত্র বলছে, ২৭ জন শরণার্থী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থল থেকে সাতজনকে জীবিত উদ্ধা করা হয়েছে।

যুদ্ধবিগ্রহ ও দারিদ্রের কষাঘাত থেকে মুক্তি পেতে প্রায়ই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে হাজার হাজার মানুষ। পরিসংখ্যান বলছে, উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া হয়ে প্রায় ১৭ হাজার শরণার্থী এই বছরে ইতালি এবং মাল্টায় প্রবেশ করেছে।

তবে শরণার্থীর একটি বড় অংশেরই সলিল সমাধি হয়েছে ভূমধ্যসাগরে অথৈ পানিতে। ইন্টারন্যাশনাল অর্ডার ফর মাইগ্রেশনের তথ্য বলছে, ‘শুধু এই বছরেই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে মারা গেছেন ৬২০ জন। দুর্যোগপূণ এই পথেই ২০১৪ সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।’

ঢাকাটাইমস/১২অক্টোবর/এনএইচএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :