একসঙ্গে ‘অসুস্থ’ ৩০০ কর্মী! বাতিল ৮৬ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৪, ১৫:০৮ | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ১৪:৫৩

চরম সংকটে ভারতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থাটির প্রায় ৩০০ সিনিয়র কেবিন ক্রু একসঙ্গে ছুটিতে গেছেন। সবাই নিজেদের মোবাইল ফোনও বন্ধ করে দিয়েছেন। এর জেরেই বাধ্য হয়েই ৮৬টি ফ্লাইট বাতিল করে দেওয়া হয়ে। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়া বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎই প্রায় ৩০০ সিনিয়র কেবিন ক্রু ছুটি নিয়েছেন। সকলেই ‘সিক লিভ’ নিয়েছেন। এর জেরে ফ্লাইট পরিচালনায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। বাধ্য হয়েই ৮৬টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টাটা গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইন্সের কর্মীরা নতুন এমপ্লয়মেন্ট টার্মের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। প্রতিবাদের অংশ হিসেবেই তারা শেষ মুহূর্তে ‘সিক লিভ’ নিয়েছেন। কাজে আসতে পারবেন না, এ কথা জানানোর পরই তারা নিজেদের ফোন বন্ধ করে দিয়েছেন।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের কেবিন ক্রু-র একাংশ শেষ মুহূর্তে সিক লিভ নেওয়ায় বিমান ওঠানামায় দেরি হচ্ছে। কিছু ফ্লাইট বাতিল করে দিতে হয়েছে। আমাদের টিম চেষ্টা করছে যাতে যাত্রীদের সমস্যা যথাসম্ভব হ্রাস করা যায়। হঠাৎ এই সমস্যার জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী আমরা। এই পরিস্থিতি আমাদের পরিষেবাকে প্রতিফলন করে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, তার সমস্ত যাত্রীর টিকিটের দাম রিফান্ড করে দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/০৮মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :