একসঙ্গে ‘অসুস্থ’ ৩০০ কর্মী! বাতিল ৮৬ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৪, ১৪:৫৩| আপডেট : ০৮ মে ২০২৪, ১৫:০৮
অ- অ+

চরম সংকটে ভারতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থাটির প্রায় ৩০০ সিনিয়র কেবিন ক্রু একসঙ্গে ছুটিতে গেছেন। সবাই নিজেদের মোবাইল ফোনও বন্ধ করে দিয়েছেন। এর জেরেই বাধ্য হয়েই ৮৬টি ফ্লাইট বাতিল করে দেওয়া হয়ে। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়া বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎই প্রায় ৩০০ সিনিয়র কেবিন ক্রু ছুটি নিয়েছেন। সকলেই ‘সিক লিভ’ নিয়েছেন। এর জেরে ফ্লাইট পরিচালনায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। বাধ্য হয়েই ৮৬টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টাটা গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইন্সের কর্মীরা নতুন এমপ্লয়মেন্ট টার্মের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। প্রতিবাদের অংশ হিসেবেই তারা শেষ মুহূর্তে ‘সিক লিভ’ নিয়েছেন। কাজে আসতে পারবেন না, এ কথা জানানোর পরই তারা নিজেদের ফোন বন্ধ করে দিয়েছেন।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের কেবিন ক্রু-র একাংশ শেষ মুহূর্তে সিক লিভ নেওয়ায় বিমান ওঠানামায় দেরি হচ্ছে। কিছু ফ্লাইট বাতিল করে দিতে হয়েছে। আমাদের টিম চেষ্টা করছে যাতে যাত্রীদের সমস্যা যথাসম্ভব হ্রাস করা যায়। হঠাৎ এই সমস্যার জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী আমরা। এই পরিস্থিতি আমাদের পরিষেবাকে প্রতিফলন করে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, তার সমস্ত যাত্রীর টিকিটের দাম রিফান্ড করে দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/০৮মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা