কাকে বিয়ে করছেন উদিত-পুত্র?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১০:৫৮
অ- অ+

লকডাউনের আগে গান বিষয়ক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে গায়িকা নেহা কাক্করের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছিল গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের। আদিত্য ছিলেন ওই শোয়ের সঞ্চালক, আর নেহা ছিলেন বিচারক। শোয়ের একটি এপিসোডে হাজির হয়ে আদিত্যের বাবা-মা নেহাকে বেটার বউ হিসেবে আশির্বাদও করেন।

কিন্তু পরে জানান যায়, সবই ছিল শোয়ের টিআরপি বাড়ানোর কৌশল। পরে নেহা-আদিত্যও জানান, তারা খুব ভালো বন্ধু। এর থেকে বিশেষ কোনো সম্পর্ক তাদের মধ্যে নেই। সেই আলোচনা শেষ না হতেই আবারও আদিত্যের বিয়ের গুঞ্জন বলিউডের বাতাসে। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালকে বিয়ে করতে চলেছেন গায়ক ও অভিনেতা আদিত্য।

উদিত-পুত্র জানান, ২০১০ সালে ‘শাপিত’ নামে একটি সিনেমার শুটিং সেটে শ্বেতা আগরওয়ালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব যে কখন ভালবাসার সম্পর্কে বদলে যায়, তা নিজেরাও বুঝতে পারেননি বলে জানান আদিত্য। তবে নিজেদের সম্পর্ক নিয়ে সব সময় চুপই থেকেছেন আদিত্য ও শ্বেতা। দীর্ঘ প্রায় ১০ বছর পর এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এই জুটি।

শ্বেতা বলিউডের একজন অভিনেতা। কিন্তু বেশ কয়েকটি ছবিতে কাজ করেও সেভাবে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারেননি। তবে ঠিকই জায়গা করে নিয়েছেন আদিত্যের বুকে। ভারতীয় মিডিয়া বলছে, দুই পরিবারের তরফ থেকে বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে। তারিখও প্রায় ঠিক। চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেই শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন আদিত্য নারায়ণ।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান কেমন রাজধানীর?
দেশের সাত অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ‘অনাহারজনিত মৃত্যু’ দাঁড়াল ২৯ জনে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা