চাঁদপুরে দুই বোনকে ‘অচেতন করে ধর্ষণ’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১৬:২৫| আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৬:৪২
অ- অ+

চাঁদপুরে অচেতন করে দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই দুই বোন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার প্রাথমিক পরীক্ষায় তাদের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

গত সোমবার রাতে জেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ মদনা গ্রামের ৪ নং ওয়ার্ডের বরকন্দাজ বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের মা খাদিজা বেগম বলেন, ‘আমার বোন অসুস্থ হওয়ায় দুই মেয়েকে বাড়িতে রেখে ঢাকায় যাই। সেই সুযোগে প্রতিবেশী বাচ্চু মীরের ছেলে মিলন মীর (২৩) রবিবার রাতে ঘরে আসে। এসময় মিলন নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে মেয়েদের মুড়ি-চানাচুর ও কোকাকোলা খাওয়ায়। পরে তারা ঘুমিয়ে পড়লে ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে। এরপর তাদের সঙ্গে কি হয়েছে তারা তা বলতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘আমার জা আমাকে ফোন করে বলে, আমার ঘরে সিঁধ কাটা হয়েছে। পরে আমি তাদের বলি, আমার বাচ্চাগুলো সুস্থ আছে কি না তা দেখার জন্য। পরে তাদের ডাকাডাকির শব্দ শুনে অনেকক্ষণ পর আমার মেয়ে দরজা খোলার পর পড়ে যায়। আর অপর দু' মেয়ে অচেতন অবস্থায় পড়েছিল। পরে তাদের জিজ্ঞেস করলে তারা বলে আমরা কিছুই বলতে পারছি না। এসময় তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকেই মিলন এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে।’

তিনি বলেন, ‘আমার ঘরের বিদ্যুতের লাইনও কেটে দেওয়া হয়েছে। এ কারণে সেখানে বিদ্যুৎ ছিল না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

হাসপাতালে চিকিৎসাধীন মিলনের চাচাতো বোন জানায়, ‘মিলন ঘরে এসে বলে মুড়ি-চানাচুর আছে কি না জানতে চাইলে আমরা বলি নাই। পরে সে মুড়ি-চানাচুর এবং কোকাকোলা আনার পর আমরা সবাই মিলে তা খাই। এরপর সে চলে গেলে দরজা বন্ধ করে আমরা ঘুমিয়ে পড়ি। পরে কি হয়েছে তা বলতে পারছি না। পরে সবাই ডাকাডাকি করলে উঠি।’

এদিকে, প্রাথমিক পরীক্ষায় ওই ঘরে থাকা তিনজনের মধ্যে দু’জনকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র গাইনোলোজিস্ট নওশাবা রুমু।

তিনি বলেন, ‘ওই দুই ছাত্রীর ভ্যাজাইনা সোয়াব নিয়ে আমরা ল্যাবে পাঠিয়েছি। ওই রিপোর্ট পেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।’

চান্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। যদ্দূর জেনেছি, সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে পরীক্ষা করলে জানা যাবে।’

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপারসহ থানা পুলিশ।

তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে, এখনো কোনো অভিযোগ পাইনি।’

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা