সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে নির্মাণশ্রমিক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ২০:৫৭
অ- অ+

সাতক্ষীরার কালিগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণশ্রমিক মাহাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই স্কুলছাত্রীর বাবা সোমবার রাতে মাহাফিজুল ইসলামকে আসামি করে মামলা করেন।

অভিযুক্ত মাহাফিজুল ইসলাম উপজেলার কুলিয়া দুর্গাপুর গ্রামের মৃত মেনা মোল্যার ছেলে।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, নির্মাণশ্রমিক মাহাফিজুলের খালার বাড়ি কালিগঞ্জের বসন্তপুর গ্রামে। খালার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যাওয়ার সুবাদে মাহাফিজুলের কু-নজর পড়ে ওই স্কুলছাত্রীর ওপর। সোমবার সকালে খালারবাড়ির পাশে একটি বাগানে ওই স্কুলছাত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণ করে মাহাফিজুল। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। এরপর রাতেই ওই স্কুলছাত্রীর বাবা থানায় মামলা করেন। মঙ্গলবার সকালে পুলিশ মাহাফিজুলকে গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, ধর্ষিতা স্কুলছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল টেস্ট করানোর জন্য ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা