প্রিমিয়ার লিগকে এগিয়ে রাখছেন লা লিগা সভাপতি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ১৫:০৫
অ- অ+

ইংলিশ লিগ নাকি লা লিগা, কোনটি সেরা এই তর্কের মীমাংসা সহজ নয়। তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মেনে নিলেন, অন্তত আর্থিক দিক দিয়ে এখনও প্রিমিয়ার লিগের চেয়ে অনেকটা পিছিয়ে। এই পার্থক্যটা দূর ক্রাই যে তার মূল লক্ষ্য, সেটাও মনে করিয়ে দিলেন তিনি।

একটা সময় লা লিগার চেয়ে প্রচার ও প্রসারে যোজন এগিয়ে ছিল প্রিমিয়ার লিগ। মেসি-রোনালদো আর সঙ্গে জমজমাট এল ক্লাসিকোতে সেই ব্যবধান অনেকটাই কমেছে। তবে আর্থিক দিক দিয়ে যে প্রিমিয়ার লিগ অনেকটাই এগিয়ে। তেবাসের ইচ্ছা সেই ব্যবধানটা ঘুঁচিয়ে ফেলবেন দ্রুত, ‘আমরা মঙ্গোলিয়া থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত লা লিগাকে ছড়িয়ে দিয়েছি। এর মানে এই না সেখান থেকে আমাদের খুব লাভ হচ্ছে। কিন্তু এটার মানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখন লা লিগা দেখা যাচ্ছে।’

তবে এখনো প্রিমিয়ার লিগের সাথে ব্যবধান আছে বেশ, সেটা মেনে নিলেন তেবাস, ‘আমাদের লক্ষ্য হচ্ছে প্রিমিয়ার লিগকে ছাড়িয়ে যাওয়া। এখন বিশ্বের বিভিন্ন দেশে আমাদের অফিস আছে, শত শত লোক আমাদের সাথে কাজ করছে। সবচেয়ে ঘনবসতিপুর্ণ দেশে আরও প্রচারের জন্য আমাদের স্থানীয় সমর্থক দরকার।’

২০১৩ সালে লা লিগা সভাপতির দায়িত্ব নিয়েছিলেন তেবাস। তিনি বলছেন, আর্থিক দিক দিয়ে অনেকটাই শক্তিশালী করতে পেরেছেন স্পেনের ঘরোয়া লিগকে, ‘সাত বছরে লা লিগার সম্পদ আমরা অনেকটাই বাড়িয়েছি। ২০১৩ সালে দায়িত্ব নেওয়ার সময় স্পেনের ঘরোয়া লিগের স্বত্বমূল্য ছিল ২৩৬ মিলিয়ন ইউরো, এখন সেটা ৮০০ মিলিয়ন ইউরো। আন্তর্জাতিক স্বত্ব ৫৫০ মিলিয়ন ইউরো থেকে হয়েছে ১.২ বিলিয়ন ইউরো।’

ইংল্যান্ডের তুলনায় স্পেনের জনসংখ্যায় পিছিয়ে থাকাও লা লিগার কম প্রসারের কারণ হিসেবে মনে করছেন, ‘আমাদের জনসংখ্যা চার কোটির মতো, যেখানে ইংল্যান্ডে এটা সাত কোটি। এখানেও আমরা পিছিয়ে গেছি কিছুটা। এশিয়ার মতো জনসংখ্যাবহুল দেশে এখনো আমাদের কাজ করার অনেক সুযোগ আছে।’

(ঢকাটাইমস/১৪ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম আবারও কমলো, ভরি ১৬৭৬২৩ টাকা
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি
প্রচণ্ড গরমে শরীর শীতল রাখে জাদুকরী যেসব পানীয়
এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’ অধ্যাদেশ জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা