সিরাজগঞ্জে ৩৫ বস্তা চাল উদ্ধার, ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ১৮:৪০

সিরাজগঞ্জের কামারখন্দে দরিদ্রদের জন্য ১০ কেজি টাকা দরে বিক্রির জন্য বরাদ্দ চালের বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির সময় আল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে কামারখন্দ উপজেলার হাটখোলা মেসার্স মেহেদী ট্রেডার্স থেকে সরকারি এই চাল উদ্ধার করা হয়।আটক আল মাহমুদ কামারখন্দ উপজেলার হাটখোলা এলাকার মেসার্স মেহেদী ট্রেডার্সের মালিক।

কামারখন্দ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেরিনা সুলতানা বলেন, সরকারি ১০ টাকা কেজি দরের চাল অন্যের নিকট থেকে কিনে বিক্রির জন্য গোডাউনে মজুদ করে রাখে আল মাহমুদ। সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা বস্তা পরিবর্তন করে চালগুলো অন্য বস্তায় ভরে তা কালোবাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন আল মাহমুদ। এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৩৫ বস্তা চাল উদ্ধার ও ব্যবসায়ী আল মাহমুদকে আটক করা হয়। এ ঘটনায় কামারখন্দ খানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :